মোঃ মিন্টু শেখঃ
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। দুই গোলে পিছেয়ে পড়ার পর সমতা এনে খেলাকে টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়েছিল। অথচ ইউরো বাছাইয়ে নাজুক অবস্থায় দলটি। এখনো চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে পারেনি, আবার বাদ পড়ার শঙ্কায় রয়েছে তা নয়। গত রাতে গ্রিসকে ভাগ্যক্রমে হারিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় এসেছে তারা। ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ১-০ গোলে জয় পেয়েছে তারা। ভার্জিল ফন ডিক করেন গোলটি।
ফ্রান্স ৬ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে। তারা এরই মধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। অন্যদিকে নেদারল্যান্ডস ৬ খেলায় ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এখনো তাদের দুটো ম্যাচ বাকি রয়েছে। আর এ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুবল দল আয়ারল্যান্ড ও জিব্রাল্টার। এই দুই দলই তাদেরকে আশা দেখাচ্ছে। গ্রুপের অপর দল গ্রিসেরও পয়েন্ট ১২। তবে তারা একটা ম্যাচ বেশি খেলেছে। তাছাড়া শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। ফলে নেদারল্যান্ডস অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছে।