বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচরে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হাইমচর প্রেসক্লাব সভাপতি ও জেলা পরিষদের সদস্য মোঃ খুরশিদ আলম এর নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের হাইমচর উপজেলা শাখার আয়োজনে ১১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হাইমচর উপজেলার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে হাইমচর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফিজুল রহমান এর তত্ত্বাবধানে বৃত্তি পরীক্ষায় ১১ টি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
পরীক্ষা পর্যবেক্ষণে আসেন হাইমচর প্রেসক্লাবে সহ-সভাপতি ইসমাইল, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, দূর্গাপুর হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক ও প্রেসক্লাবে সদস্য শাহনেওয়াজ টেলু, প্রচার সম্পাদক মোঃ শাহআলম মিজি, ক্রীড়া সম্পাদক কবির কোতওয়াল, সম্মানিত সদস্য ও সাংবাদিক মোঃ হোসেন গাজী, মোঃ কামাল হোসেন, চাঁদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ওমর ফারুক, সহ বিভিন্ন বিদ্যালয় প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের হাইমচর উপজেলার সভাপতি মোঃ তাজুল ইসলাম বলেন, এ পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটবে। দূর্যোগ আবহাওয়া মাঝে পরিক্ষার্থীরা অংশ গ্রহন করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন অনুষ্ঠিত পরিক্ষা কে সফল করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করছি। এখানে সম্পূর্ণ সুষ্ঠ পরিবেশে পরিক্ষা পরিচালনা করে আসছে। তার সাথে যারা পরিক্ষার কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করেছেন সেই জন্য পুলিশ বাহিনীর সদস্যদের কে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে হাইমচর প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ কে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুরের হাইমচরে পক্ষ থেকে স্তকৃতজ্ঞতা প্রকাশ করছি।