এম আবু হেনা সাগর ঈদগাঁওঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮শে অক্টোবর (শনিবার) সকাল ১১টায় স্কুল মিলনায়তনে জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পরিচালক, কলেজ ও প্রশাসন, মাউশি প্র: মো: শাহেদুল খবির চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপ-পরিচালক, প্রশিক্ষণ,মাউশি ড.মোনালিসা খান,জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ঈসমাইল,পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম।
অতিথিরা বিদ্যালয়ের প্রাঙ্গনে পৌঁছলেই তাদের কে ফুলেল শুভেচ্ছা জানালেন বিদ্যালয়ের পক্ষ থেকে। মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ের পাঠা গার পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।
এই মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।