মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন:
অদ্য ১৮ অক্টোবর স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষ্যে গোপালগঞ্জ শহরে অবস্থিত শেখ রাসেল পৌর শিশু পার্ক প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অফিসার ইনচার্জ গোপালগঞ্জ সদর থানা সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করা হয় যা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। উক্ত র্যালিতে জেলা পুলিশ, গোপালগঞ্জ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
পরবর্তীতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা থেকে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন সরাসরি সম্প্রচারিত হয়।
পাশাপাশি জেলা প্রশাসন এর আয়োজনে স্থানীয়ভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংঘটিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাজী মাহবুবুল আলম, জেলা প্রশাসক, গোপালগঞ্জ।
বিশেষ অতিথির বক্তব্যে মান্যবর পুলিশ সুপার বলেন
‘শেখ রাসেল আজ বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর, তরুণ, শুভবোধসম্পন্ন মানুষের কাছে একটি আদর্শ ও ভালোবাসার নাম।শেখ রাসেল। এমনই এক শিশু, যে মহাকালের বুকে বাঙালি জাতির শৈশবের প্রতীক হিসেবে ঠাঁই করে নিয়েছে যেন আমাদের ফেলে আসা শৈশবের প্রতীক। সবশেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।