বরিশাল

বানারীপাড়ায় পৌর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত ১ ২ ও ৩ নং ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে

শফিক শাহিন বরিশালঃ
বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগ পৌর শাখা কর্তৃক ১. ২ ও ৩ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় পৌরসভা ডাকবাংলো চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ পৌর শাখার সভাপতি মোঃ রুহুল আমিন রাসেল মালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল।উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.টি এম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক অধ্যাপক মো: আশরাফুল হক সুমন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন মোল্লা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোমিনুল কবির মিঠুন,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,মাহতাব হোসেন মহাসিন,উপজেলা ছাত্রলীগ নেতা,মোঃ মনির হোসেন,ফজলে রাব্বি,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ ঘরামি প্রমুখ।

বানারীপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরীর সঞ্চালনায়য় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল,উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাহাদ সুমন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম হাফিজুর রহমান মামুন,পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মু.মুনতাকিম লস্কর কায়েস,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল ঘরামী, সাইদুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগ নেতা মাসুম বেপারি,পৌর স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার দপ্তর সম্পাদক মো: রিয়াজ হাওলাদার, উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার হোসেন,পৌর ছাত্রলীগ নেতা সাগর চন্দ্র শীল, হৃদয় সাহা,সোহানুর রহমান নাঈম,বানারীপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মিরাজ মোল্লা প্রমুখ।

সভায় শান্ত কুন্ডুকে সভাপতি ও মোঃ নিলয় হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ, মোঃ গোলাম মুসা শাওনকে সভাপতি ও আবু হুরায়রা নিলন্তকে সাধারণ সম্পাদক করে ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ এবং রবিউল ইসলাম রনিকে সভাপতি ও সুদীপ্ত কুন্ডুকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দলীয় সুত্রে জানা গেছে, পরবর্তীতে পৌরসভার অপর ৬টি ওয়ার্ডে ছাক্রলীগের কমিটি গঠন করা হবে।

বক্তারা বলেন আগামী দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এবং বিরোধী দলের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button