মোঃ মনিরুল ইসলামঃ
জানা যায় আজ বেলা ১২টার দিকে মাগুরা, মহম্মদপুর,পানিঘাটা ব্রিজ সংলগ্নে বৃষ্টির মধ্য দিয়ে ডাঃ আশরাফুর রহমান এর বিল্ডিং এর উপর বর্জপাত ঘটে, সে সময় ডাক্তারের স্ত্রী রান্না করার কাজে বিল্ডিংয়ের ছাদেই ছিলেন। এবং গুরুতর অসুস্থ পড়েন। পরে বিল্ডিং এর নিচে দোকানে থাকা লোকজন ছাদ থেকে তাকে উদ্ধার করেন।
সে সময় একটি মুরগী মারা যায় ও পাশের দোকানে থাকা অনু,রাউটার,টিভি নষ্ট হয়।