বগুড়া

ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুলবিদ্ধি ও আহত ৩ পরিবারের পাশে জামায়াত

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
শখে হাসনিার ফ্যাসবিাদ-বরিোধী ছাত্র-জনতার আন্দোলনে চোখে গুলবিদ্ধি শ্রমকিদের পাশে দাঁড়য়িছেে জামায়াত। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বৃহস্পতিবার (০৫ই সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের বারোপুরে পেপার শ্রমিক চোখে গুলিবিদ্ধ মোহন মিয়া, দোবাড়ীয়ার মিরাজ পাইকাড় ও জয়পুরপাড়ার আতিকুল ইসলাম কে দেখতে যান ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। এ সময় শহর সহকারী সেক্রেটারী অধ্যাপক রফকিুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, শ্রমিক নেতা রাসেল জিলাদার, আরিফুল ইসলাম, রহমত আলী প্রমূখ উপস্থতি ছলিনে। আ স ম আব্দুল মালেক বলেন যাদরে বুকরে রক্তে দশে ফ্যাসবিাদ মুক্ত হয়ছেে তারা জাতরি শ্রষ্ঠে সন্তান। জাতি কখনোই আপনাদরে ভুলবনো। জামায়াতে ইসলামী সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদরে পাশে দাঁড়াচ্ছে। আমরা সব সময় জাতরি শ্রষ্ঠে সন্তানদরে পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপর তনিি সড়ক র্দূঘটনায় নহিত শহদিুল ইসলামরে বাড়ীতে গয়িে তার পরবিারকে সান্তনা দনে। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থকেে আহত ৩ পরবিাররে সদস্যদরে হাতে নগদ র্অথ তুলে দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button