চট্টগ্রাম

সিটিজেন পার্কে অস্থায়ী লোহাগাড়া থানার কার্যক্রম শুরু করেছে

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট সারাদেশের ন্যায় অন্যান্য থানার মত করে লোহাগাড়া থানাও পুড়িয়ে দিয়েছিল আন্দোলনরত ছাত্র জনতা ।

থানা পুড়িয়ে দেওয়ার পর বন্ধ হয়ে যায় যাবতীয় পুলিশি কার্যক্রম। ভয় ও আতংকে নিরাপদ আশ্রয়ে চলে যান চৌকস সাহসী পুলিশ অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম সহ সাহসী পুলিশ অফিসার ও পুলিশ কনস্টেবল। অবশেষে নবাগত আইজিপির নির্দেশনার পরিপ্রেক্ষিতে একে একে কাজে যোগ দিতে শুরু করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল ইসলাম সহ পুলিশ অফিসার ও কনস্টেবলরা।

লোহাগাড়া থানার স্থায়ী কার্যালয় পুড়ে যাওয়ার কারণে উপজেলার সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে কার্যক্রম শুরু করেছে লোহাগাড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম সহ সাহসী পুলিশ অফিসার বৃন্দ। ইতিমধ্যে সাধারণ জনতা র মধ্যে সেবাপ্রার্থীরা এসে তাদের অভিযোগ তুলে দিচ্ছেন পুলিশ অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলামের কাছে। পুলিশের সার্বিক কার্যক্রম চালাতে পুলিশকে সহযোগিতা করছে সেনাবাহিনী।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক স্বাধীন সংবাদ কে বলেন, লোহাগাড়া থানার স্থায়ী কার্যালয় পুড়ে যাওয়ার কারণে উপজেলার সিটিজেন পার্ক কে অস্থায়ী ভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। যতদিন পর্যন্ত লোহাগাড়া থানার স্থায়ী কার্যালয়ের সংস্কার সম্পন্ন করা না হয় ততদিন পর্যন্ত সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে অস্থায়ী কার্যালয় থেকে সেবা প্রদান করা হবে। লোহাগাড়া উপজেলার সকল মানুষকে পুলিশি সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল ইসলাম ।

আশা করি পুলিশ, সাংবাদিক, জনতার সম্মিলিত প্রচেষ্টায় লোহাগাড়ার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

এই বিভাগের আরও খবর

Back to top button