![](https://bdmeghnanews24.com/wp-content/uploads/2024/08/Picsart_24-08-08_22-28-50-593-780x470.jpg)
![](https://bdmeghnanews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলার দুমকিতে আঃ রহমান মৃধার দুই শিশু সন্তান মোসা: হালিমা আক্তার (৯) ও মোঃ আবু বকর (৭) পুকুরে ডুবে মারা গেছে। ৩নং মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, বিকেল আনুমানিক ৪/৫টার দিকে পাশের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান ফোরকান জানান, অসহায় দিন মজুর আঃ রহমান মৃধার দুই সন্তানের কেহ সাঁতার জানত না পুরো পরিবার জুড়ে চলছে শোকের মাতম,
এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।