মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালীঃ
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা সদস্যরা গোপন খবরে আজ শনিবার পটুয়াখালীর দুমকীতে অবস্থান ও অভিযান চালিয়ে লেবুখালীর কাঁঠালতলা নামক এলাকায় একটি অটোরিক্সা থেকে ৪২ কেজি গাঁজাসহ ফিরোজ খান( ৪০) পিতা সলেমান খান, শ্রীরামপুর গ্রাম ও খোকন শরীফ কালিকাপুর লাউকাঠি নামে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় পালিয়ে গেছে মোঃ কালাম নামে আরেক মাদক কারবারী।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে লেবুখালী পৌঁছে দেয়া হয়। এ ব্যাপারে দুমকি থানায় মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্যে ও তদন্তে জড়িতদের আইনের আওতায় আনা হবে।এরা পুরাতন মাদকদ্রব্য ব্যাবসায়ী বলে জানা যায়, এরা কয়েক বার জেল খেটে আবার বের হয়ে আসে।