পটুয়াখালী

মিথ্যা মামলার প্রতিবাদ

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দৈ‌নিক বাংলা‌দেশ প্রতি‌দিন প‌ত্রিকার দুমকী উপ‌জেলা প্রতি‌নি‌ধি মোঃ দে‌লোয়ার হো‌সেন এর বিরু‌দ্ধে দা‌য়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ‌্যা মামলার ঘটনায় পটুয়াখালী প্রেসক্লা‌বের পক্ষ থে‌কে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন ক‌রে‌ছেন পটুয়াখালী প্রেসক্লা‌বের সভাপ‌তি (ভারপ্রাপ্ত ) এড‌ভো‌কেট সোহরাব হো‌সেন ও সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয়। এক প্রতিবাদ বার্তায় দে‌লোয়ার হো‌সেন এর বিরু‌দ্ধে দা‌য়েরকৃত মিথ‌্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দ্রুত প্রত‌্যাহা‌রের দাবী জানান। তারা ম‌নে ক‌রেন, একজন পেশাদার সাংবা‌দিকের বিরু‌দ্ধে এভা‌বে মিথ‌্যা মামলা দি‌য়ে সাংবা‌দিক‌দের কন্ঠ‌রোধ করা সম্ভব না। নতুন স্বাধীনদে‌শে স্বাধীনভা‌বে মত প্রকা‌শে এভা‌বে মামলা দি‌য়ে সত‌্য প্রকাশ করা বন্ধ রাখা সম্ভবনা। অন‌তি‌বিল‌ম্বে সাংবা‌দিক দে‌লোয়ার হো‌সে‌নের বিরু‌দ্ধে দা‌য়েরকৃত মামলা প্রত‌্যাহার করা না হ‌লে পটুয়াখালী প্রেসক্লাব বৃহত্তর আ‌ন্দোলনের ডাক দি‌তে বাধ‌্য হ‌বে।

এই বিভাগের আরও খবর

Back to top button