বরিশাল

বানারীপাড়ায় নারী নির্যাতন ও যৌতুক মামলায় ইউপি সদস্যের জামিন না মঞ্জুর করেছে আদালত

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় নারী নির্যাতন ও যৌতুক মামলা প্রধান আসামী নিতিষ রায়ের চাচা ২ নং আসামী সৈয়দকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মনোরঞ্জন রায় ওরফে মন্টু (৫৫) জামিন না মঞ্জুর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সৈয়দকাঠী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বাদী দীনবন্ধু নাটুয়া(৫০) এর মেয়ের সাথে প্রতিবেশী মৃত নিত্যানন্দ রায়ের ছেলে নিতিষ রায়(২২) এর সাথে প্রেমে সম্পর্ক গড়ে উঠে ঘটনা জানাজানি হইলে ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠালে পরিবেশ পরিস্থিতি’র কারনে দুই পক্ষের সম্মতিক্রমে হিন্দু রীতিনীতি মেনে ২৮/০৯/২০২৩ তারিখে বিয়ে হয় তাদের।বিয়ের কিছুদিন পরে নবদম্পতি ঢাকায় বসবাস করে সেখানে তার স্ত্রী’র কাছে ব্যবসা করার কথা বলে ৩ লাখ টাকা যৌতুক দাবি করলে দিতে অস্বীকার করে নববধূ, প্রায়ই যৌতুক চাইলে দিতে অস্বীকার করায় তিনি স্ত্রীকে মারধর করে । পরে তারা ঢাকা থেকে গ্রামে আসে সেখানেও ব্যবসা করার কথা বলে

স্ত্রী’র কাছে যৌতুক দাবী করলে তিনি এক কথায় দিতে পারবে না বললে জানায় তার কথায় ক্ষিপ্ত হয়ে অন্যান্য আসামীদের যোগ সাজোগে মানুষিক ও শারীরিক  নির্যাতন চালায় ঘটনার দিন ২০/০১/২০২৪ তারিখ সন্ধ্যায় তাকে প্রধান আসামী নিতিষ রায় ও ২ থেকে ৫ নং আসামীদের ইন্দনে নিতিষ তার স্ত্রীকে বেদরক পিটিয়ে বুকের উপর পা দিয়ে আঘাত করে পরে জোড় করে মুখে বিষ ঢেলে দেয়, অবস্থা বেগতিক দেখে দ্রুত হরেন ডাক্তারের কাছে নিলে মুখে ওয়াশ করে বিষ বের করে দেয় এবং বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।২৩ জানুয়ারি থানায় মামলা করতে গেলে সেখানে মামলা না নেয়ায় মহামান্য আদালতে মামলা দায়ের করেন সেই মামলায় ২ নং আসামী স্থানীয় ইউপি সদস্য মনোরঞ্জন রায় ওরফে মন্টু, ৩ নং আসামী গৌরাঙ্গ রায়(৫২) ও ৫ নং আসামী সুভাষ রায়(৫৫) ববৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ কোর্টে আগাম জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জামিন না মঞ্জর করে জেল হাজতে প্রেরণ করে।এ মামলায় প্রধান আসামী নিতিষ রায় পলাতক রয়েছে।প্রধান আসামী পলাতক এবং অন্য আসামীরা জেলে থাকায় কারো তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

Back to top button