বরিশাল

বানারীপাড়ায় দারিদ্র্যতা ও অসুস্থতার কারনে দুই সন্তানের জননীর আত্মহত্যা করেছে

শফিক শাহিন বানারীপাড়া বরিশালঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে দারিদ্র্যতা ও অসুস্থতার কারনে এক মহিলার আত্মহত্যার খবর পাওয়া গেছে। ১০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের আসুরাইল গ্রামের ৭ নং ওয়ার্ডের ইমরানুল ইসলাম জুম্মানের সহধর্মিণী রুবিনা বেগম(৩৮) নামের এক মহিলার ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানা গেছে রুবিনা বেগম দীর্ঘদিন জরায়ু ও কিডনি জনিত কারনে অসুস্থ থাকায় শরিরে যন্ত্রণা ও দারিদ্রতায় আত্মহত্যা করে। ভিটেমাটি বিক্রি করে স্বামী জুম্মান তার চিকিৎসা করিয়ে সর্বস্বান্ত হয়েছে, একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে দুই সন্তান বড় ছেলে দশম শ্রেণীতে পড়ে ছোট ছেলে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করে।তাদের পড়ালেখা সহ সংসার চিকিৎসা ব্যয় চালিয়ে হিমসিম খেতে হয়েছিল, নিজেদের ঘর বিক্রি করে চিকিৎসা চালাতে হয়েছে তাই ভাড়াটিয়া বাসায় থাকত তারা, সেখানে ৯ মাসের ঘর ভাড়াও দিতে পারেনি পরিবারটি।জানা গেছে গতকাল রাতে ৪ জনের সংসারে মাত্র ১ গ্লাস চাল রান্না করেছিল, অভাবের যন্ত্রণা ও শরিরে যন্ত্রণায় চিকিৎসা চালাতে না পাড়ায় আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান মেয়ের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করার জন্য মেয়ের বাবা বরিশাল ডিসি স্যারের অনুমিতক্রমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button