মোঃ নাজমুল হাসান নজিরঃ
বগুড়ার গাবতলীতে বিলুপ্ত প্রাণী প্রায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত রবিবার রাতে থানার পুলিশ অভিযান চালিয়ে গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তক্ষকসহ লেবু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী সোমবার (১৯ই ফেব্রয়ারি) সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্বপাড়া এলাকায় মৃত শামসুল ফকিরের ছেলে লেবু মিয়ার বাড়িতে তক্ষক চড়া মূল্যে কেনা বেচা হচ্ছে৷ পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে।
এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির ওজন অনুমান ২০০ গ্রাম এবং দৈর্ঘ্য ১১ ইঞ্চি।তক্ষকটির আনুমানিক মূল্য এক কোটি টাকা।তিনি আরও জানান, আটক লেবু মিয়াকে আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, তদন্ত (ওসি) সুকুর আলী, এসআই সুজল, ত্রিদীপ, শহিদুলসহ এ এস আইগণ।