মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ১০পিছ ফেনসিডিলসহ রহিমা বেগম নামে মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী মোছা:রহিমা বেগম (৫৫) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড় হরিপুর দাড়িয়াপাড়া গ্রামের ওসমান গনির স্ত্রী।
পুলিশ সুত্রে জানাযায়,গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত কাজের অংশ হিসাবে এসআই/মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম রংপুর টু ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালিন দিনাজপুর থেকে ঢাকাগামী রেখা পরিবহনের যাত্রীবাহী বাস রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-৩২৪৯ তল্লাশী করে ঢাকাগামী যাত্রী মোছাঃ রহিমা বেগম (৫৫) কে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ বলেন,আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ইতিপূর্বে আরোও একটি মাদকদ্রব্য আইনের মামলা রয়েছে। গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযান অব্যহত আছে।