মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নে ৪ হাজার ২শ ৫০টি অসহায় -দুস্থ ও হতদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ’র চাল সুষ্ঠুভাবে বিতরণ সম্পূর্ণ হয়েছে।
চাল বিতরণে কোন অনিয়ম যাতে না হয় সে জন্য চেয়ারম্যান নিজ দায়িত্বে চাল বিতরণ কার্যক্রম পর্যাবেক্ষণ করছেন। তিনি জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের ভিজিএফর চাল বিতরণে উপজেলা প্রশাসন কার্যক্রম সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে মনিটরিং করছেন।
আজ রোববার (৭ এপ্রিল )সকাল থেকে হাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দুইবারের সফল হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবির আকন্দ। এসময় তাকে সহযোগিতা করেন ইউপি সচিব এবং চেয়ারম্যানের একান্ত সহকারি হেলাল ও ইউপি সদস্যরা।
এসময় ট্যাগ অফিসার জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি চাল দরিদ্র ব্যক্তিরা পেয়ে উপকৃত হচ্ছেন। তাদেরকে এই বিশেষ ভিজিএফর কার্ড দেয়া হয়েছে। উক্ত ইউনিয়নের ৬৫ বছরের বৃদ্ধা নজিমন বেওয়া চেয়ারম্যানের কাছ থেকে ১০ কেজি চাল পেয়ে বেজায় খুশি। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উদযাপনের জন্য চাল দিয়েছেন। এ জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।