গণমাধ্যম

দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জি এম রাজু আহমেদঃ
দৈনিক ইনকিলাব পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও সান্তাহার প্রেস ক্লাবের সদস্য মনসুর আলী গত (১৮ অক্টোবর) বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে।

বর্তমানে তিনি বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি। জি ,এম রাজু আহমেদ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ।

এই বিভাগের আরও খবর

Back to top button