দেশজুড়ে

মানবতার দেওয়াল নড়াইলের মাইজপাতে

মোঃ মিন্টু শেখ
মানুষ মানুষের জন্য এই একটি বাক্য ব্যতিক্রম মানবতা নাম হলো নড়াইলের ১নং মাইজপাড়ার মানবতার দেওয়াল এখনে আসলে মনে হতে পারে সাজিয়ে রাখা।
একটি ঘর যেখানে নিত্য নতুন পরিত্যক্ত জামা কাপড় সহ জুতা শিতের কাপড়, যাদের সমর্থ আছে
তারা প্রতিনিয়ত জীবনের পরিত্যক্ত জামাকাপড় এবং অপ্রয়োজনীয় ব্যবহার কৃত জিনিস পত্র
রেখে যান লোক চক্ষুর আড়াল করে অপরদিকে যাদের সামর্থ্য নাই তারা এখান থেকে জামা কাপড়
এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়।
এভাবেই গড়ে উঠেছে নড়াইলের ১নং মাইজপাড়ার মানবতার দেওয়াল,দেওয়ালর গায়ে রং তুলি দিয়ে লিখে রাখা আছে দান মানুষকে অর্থহীন করে না
আপনার একটি অব্যবহৃত কাপুড় হতে পারে অন্য কারুর লজ্জা নিবারণের অবরণ দিতে গর্ববোধ করবেন না নিতে লজ্জাবোধ করবেন না পাপা ঘৃণা কর, পাপীকে নয়
অন্যার দোষ নয়, নিজের দোষ খুঁজুন -মা-বাবাকে সম্মান করো ইত্যাদি কিছু মানবতার ধর্মের
কথা যেটা অবস্থিত ইমরান কপি হাউজ এর সামনে মানবতার দেওয়াল সম্পর্কে জানতে চায়লে
জানা যায় বাজারের কিছু দোকানদার এর উদ্দোক্তা তাদের নাম তারা প্রকাশ করতে চায় না,
স্থানীয় সূত্রে জানা যায় কফি হাউজ এর দোকানদার ইমরান বলেন আমরা সবাই এই মহাত্মা
কাজের সাথে জড়িত সবাই পাশে ছিলো তাই আজ মানবতার দেওয়াল টি তৈরি করা সম্ভব হয়েছে,
এলাকাবাসি থেকে জানা যায়, সামস্ উদ্দিন রাজু বলেন মানবতার দেওয়াল মাইজপাড়া বাসির যে
অনেক বড় মনের মানুষ তার একটি প্রমাণ এখানে আমরা সবাই আপন এবং সবাই উদর মনের
মানুষ।

এই বিভাগের আরও খবর

Back to top button