দেশজুড়ে

গাইবান্ধা সদর হাসপাতালে বাবুর্চির বিরুদ্ধে অনিয়ম এর অভিযোগ।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলার প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর হাসপাতাল এর বাবুর্চি মোঃ রুবেল মিয়া চাকরীর সুবাদে তাঁর বৌ জেসমিন কে দিয়ে রোগীদের খাবার বিক্রি করে আজ কোটিপতি।

রোগিদের খাবার যেমন- কাঁচা মাংস, মুরগী, ম্যাচ, তেল, ডিম, মসলা, দুধের প্যাকেট, থেকে শুরু করে রোগীদের যাবতীয় খাবার বিক্রি করে কোটিপতির খাতায় নাম দিলেন।

কারণ চাকরী জীবনের আগে ফকির পাড়ায় তাঁর বাবার দেওয়া মাত্র ২ শতকের জায়গায় একটি টিনের ঘর এবং রুবেল এর কর্ম সদর হাসপাতালের সাইকেল গ্যারেজ ব্যবসা।

আজ সামান্য বাবুর্চির চাকরি জীবন মাত্র ১০ বছরে চলছে, রুবেল কি ভাবে বাবার দেওয়া ২শতক জমির উপর ৩তালা বাড়ি এবং পশ্চিম পাড়ায় ভাটা খোলা নামে পরিচিত জায়গায় ১০ শতক জায়গা কিনে ৫ তালা বাড়ির ফাউন্ডেশন কাজ চলমান, বল্লমঝাড় ইউনিয়নে ৫বিঘা জমি কিনে পুকুর করে মাছের চাষ এবং কুপতলা ইউনিয়নে দুর্গাপুরে আবাদি জমির মালিক এখন ২০ বিঘার।

সামান্য এই বাবুর্চির চাকরির বেতনে কিভাবে সম্ভব এতকিছু, গাইবান্ধা জেলা দুর্নীতি দমন কমিশন এর হস্তক্ষেপ কামনা করছি।

এই বিভাগের আরও খবর

Back to top button