মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
ধর্ম যার যার উৎসব সবার প্রতিপাদ্য কে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব পালনে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয়ে রাজশাহীর আড়ানী পৌরসভার আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার সময় আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গিতা থেকে পাঠ করেন, শ্রীমতি অর্পণা হালদার, সূচনা বক্তব্য দেন পৌরসভার ৮ নং ওয়ার্ড সদস্য শ্রী কার্তিক চন্দ্র হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আড়ানী পৌর পূজা উৎযাপন পরিষদের সভাপতি পবিন্দ্রনাথ দবে পলাশ, বাঘা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান পরিষদের সভাপতি রাম গোপাল শাহা প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আড়ানী পৌর এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মোট ১৩ টি মন্দীর রয়েছে।
আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেদের কে সংখ্যা লঘু ভাবিনা। কারণ মেয়র মুক্তার আলীর প্রচেষ্টায় হিন্দু মুসলিম মিলে মিশে আনন্দ ভাগাভাগি করে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি। মেয়র মুক্তার আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, আমাদের কে মেয়র অত্যান্ত ভালোবাসেন, শুধু তাই নয় তিনি আমাদের নিরাপত্তায় অতন্ত্রপহরির মতো রাত দিন পরিশ্রম করেন।
মতবিনিময় সভা শেষে মেয়র মুক্তার আলী প্রতিটি পূজা মন্ডপের পুরোহিতদের জন্য ১টি করে ধুতি মন্দিরের সভাপতি সম্পাদকের তাতে তুলে দেন। এছাড়াও বাঘা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান পরিষদের সভাপতি সম্পাদক ও আড়ানী পৌর বাজারের নৈশপ্রহরীদের ১টি করে শার্ট উপহার দেন। এ সময় আড়ানী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও বিশিষ্ট ব্যাবসায়ী শামীম আহমেদ সহ সুধিজনেরা উপস্থিত ছিলেন।
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিক নির্দেশনা মূলক বক্তব্যে মেয়র মুক্তার আলী বলেন, আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় আনন্দ উৎসব। অতিরিক্ত আনন্দ করতে গিয়ে তা যেন কষ্টের কারণ না হয় সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সোহার্দ সম্প্রিতির মধ্য দিয়ে পূজা উৎযাপন করতে হবে। তিনি নিরাপত্তার সার্থে প্রতিটি পূজা মন্ডপে নূন্যতম একটি করে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন। এ সময় তিনি সকল কে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।