শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে
মোঃ আলাউদ্দীন মন্ডল বাড়িলঃ
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের আয়োজনে দুই দিনব্যাপী ৮ম আন্তঃস্কুল বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৩ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের রাসিক মেয়র বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি।
অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাত সহ দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।
শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. মান্নান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ, সচিব প্রফেসর হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক প্রকৌশলী নাজমা রহমান। স্বাগত বক্তব্য দেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহম্মেদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দিনের এই মেলায় ১২১টি স্টল প্রদর্শিত হয়।