রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে অবিস্ফোরিত ৭টি ককটেল ছাড়াও বাঁশের লাঠিসহ ৪ জামায়াত কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে। বুধবার ২৭ সেপ্টেম্বর ভোর পৌনে ৪টায় তানোর পৌরসভার তালন্দ বাজারে নাশকতার ষড়যন্ত্র ও পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, তানোর উপজেলার কলমা ইউপির বাসিন্দা মৃত শিশ মোহাম্মদের পুত্র আব্দুল কমির (৫৫), একই ইউপির বাসিন্দা চন্দনকোঠা গ্রামের মৃত কছিমদ্দিন প্রামানিকের পুত্র আইন উদ্দিন প্রামানিক ওরফে মনোয়ার হোসেন (৪৩), পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মুনসুর রহমানের পুত্র মিজানুর রহমান (৪০) ও তানোর হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের পুত্র আব্দুল আজিজ (৪৫)।
বুধবার সন্ধ্যায় থানা পুলিশ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে তানোর থানার এসআই আব্দুল মালেক বাদী হয়ে একটি মামলা দায়ের করে করেছেন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর পৌর এলাকার তালন্দ বাজারে মঙ্গলবার বিকেলের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বুধবার ২৭ সেপ্টেম্বর ভোর পৌনে ৪টায় তানোর পৌরসভার তালন্দ বাজারে নাশকতার ষড়যন্ত্র ও পরিকল্পনার গোপন বৈঠক করে তারা। এসময় অবিস্ফোরিত লাল কসটেপ দ্বারা মোড়ানো ৭টি ককটেল, ১৫টি বাঁশের লাঠি ও ৩০টি ইটের টুকরো পাওয়া যায় বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী এসআই আব্দুল মালেক।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম জানান, আটককৃত ৪ জামায়াত কর্মী ও সমর্থকরা নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।