ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গী ঐতিহ্যবাহী কালমেঘ বাড়ঢালী গোরস্থান বাড়ি উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ
বাড়ঢালী গোরস্থান বাড়ি জনসাধারণের গোরস্থান বাড়ি হিসেবে উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ ঘটিকার সময় কালমেঘ বাড়ঢালীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

আলহাজ্ব মো: দারাসতুল্লা এর সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য পেশ করেন মো: মাহফুজ আলম, সাংগঠনিক সম্পাদক আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী উপজেলা, মোঃ আব্দুল লতিফ (অবসরপ্রাপ্ত শিক্ষক) , ডা: মোঃ ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং দুওসুও ইউনিয়ন,মোঃ সুলতান আলী যুগ্ন আহ্বায়ক আওয়ামী যুবলীগ ৫ নং দুওসুও ইউনিয়ন, মোঃ ওয়াহেদ আলী, মোঃ নেমন, মোঃ মাহবুব আলম প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রমজান আলী (বিডিআর অবসরপ্রাপ্ত ), মোঃ মোজাম্মেল হক (সার ব্যবসায়ী),মোঃ রবিউল ইসলাম (রবি ), মোঃ শওকত ওসমান বাবলু , মোঃ শাহিনুর রহমান সোহাগ, মো জাহাঙ্গীর আলম সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন – এই ঐতিহাসিক গোরস্থান বাড়িটি প্রায় ৩ শত বছর আগের পুরনো । এই গোরস্থান বাড়িটিতে শুয়ে রয়েছে মুক্তিযোদ্ধা সহ অসংখ্য এলাকার কৃতিমান ও সাধারণ মানুষ। এই গোরস্থান বাড়িটি যেন বিলীন না হয়ে যায় এজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন । এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অভিযোগ করে বলেন – সম্প্রতি কিছুদিন ধরেই মোঃ মকবুল হোসেন ( প্রধান শিক্ষক ) জমিটি দখলে মরিয়া হয়ে উঠেছে ।

মরহুম বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম( সাম) এর পুত্র মোঃ আশরাফ আলী বলেন -আমার বাবা সহ এলাকার অনেকেই এখানে সায়িত আছেন । আমি আমার বাবার সহ সকলের জন্য ব্যবহৃত এই গোরস্থান বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য জরুরী হয়ে দাঁড়িয়েছে । এই গোরস্থান বাড়ি যেন দখল না হয়ে যায় এজন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করছি।
সর্বশেষে গোরস্থান বাড়ির সকলের মাগফেরাতে বিশেষ মোনাজাত করা হয় ।

এই বিভাগের আরও খবর

Back to top button