খুলনা

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও উন্নয়নমূলক শোভাযাত্রায় এসএম জগলুল হায়দার এমপি

জি এম রাজু আহমেদঃ
আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখেই সাতক্ষীরা ৪ আসনের আবার ও নৌকা প্রত্যাশী এস এম জগলুল হায়দার এমপি। উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে গ্রাম, গ্রাম থেকে অজপাড়াগায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক প্রচার এবং আগামীতে আবারো নৌকায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সকল সাধারণ জনগণকে । আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা ১১ নম্বর রতনপুর ইউনিয়ন হাটবাজারে সকল সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের পোস্টার সর্বসাধারণের হাতে তুলে দেন ‌। এসএম জগলুল হায়দার এমপি । এ সময় বক্তব্য কালে তিনি বলেন নৌকা যেই পাক তাকেই আমরা সবাই মিলেমিশে নৌকাকে জয়ী করে ছাড়বো ইনশাল্লাহ । তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন আমরা যদি এবারও বিজয়ী হই আগামীতে সোনার বাংলার মুখ দেখবে সাধারণ জনগণ । বাংলাদেশকে ডিজিটাল রূপে রূপান্তরিত করবে জননেত্রী শেখ হাসিনা ।

এ সবাই উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার নরিমাআলি মুন্সী । কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট । কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান জামু । কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জল । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার কবির। ১১ নম্বর রতনপুর আওয়ামী লীগের সভাপতি আশরাফুল হোসেন খোকন ।

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেল । কালিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল । কুশলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি কাওফিলারা সজল । ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়নের সভাপতি মোখলেসুর রহমান মুকুল । দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার আলী। মৌতলা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। ১০ নম্বর দলবাড়িয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মেহেদী হাসান । ধলবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার । ১০ নাম্বার ধলবাড়িয়া ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন ।

১১ নম্বর রতনপুর ইউনিয়নের ইউপি সকল সদস্য উপস্থিত ছিলেন এ সময় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নম্বর রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন ।

এই বিভাগের আরও খবর

Back to top button