দেশজুড়ে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত এএমপির সদস্যদের সংবর্ধনা জানানো হয়েছে

আতাউর রহমান তুহিনঃ
প্রান্তিক এলাকার সংগঠন এ্যালাইন্স ফর মার্জিনাল পিপলের দেশের বি‌ভিন্ন পাব‌লিক বিশ্ব‌বিদ্যাল‌য়ে চান্সপ্রাপ্ত সদস্যদের সংবর্ধনা এবং প্রান্তিক এলাকায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক সেমিনার আয়োজন করে। চান্স প্রাপ্ত ৯ জন সদস্যদের মা‌ঝে ক্রেস্ট দি‌য়ে সংবর্ধনা জানা‌নো হয়।

অনুষ্ঠানটি শুক্রবার (২৯ সেপ্টেম্বর) খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের বাঁশের কেল্লা রেস্টুরেন্টে অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার( সিনিয়র প্রোগ্রামার), আব্দুল্লাহ আল মামুন (সবুজ) তিনি এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।

অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন-এএমপি সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান নীল। অনুষ্ঠানটি সঞ্চালনা ক‌রেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকিম মামুন।

প্রধান অতিথির বক্ত‌ব্যে আব্দুল্লাহ আল মামুন (সবুজ) ব‌লেন, এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল সংগঠনের যে মহৎ উ‌দ্যোগ তা খুবই প্রশংস‌নীয়। আশা ক‌রি এই সংগঠনের মাধ্য‌মে উপ‌জেলায় উচ্চ শিক্ষার হার বে‌ড়ে যা‌বে। তোমরা যারা শিক্ষার্থীরা আ‌ছো সবাই স্বপ্ন দেখ‌বে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প‌রিশ্রম কর‌বে। সংগঠনের মাধ্যমে প্রান্তিক এলাকা কয়রা সহ অন্য প্রান্তিক এলাকায় সামাজিক কার্যক্রম অব্যহত রাখবে এই প্রত্যাশা করি। এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল-সংগঠনের সকল সদস্য‌কে আ‌মি ধন্যবাদ জানাই।’

বি‌শেষ অ‌তি‌থি হিসেবে আ‌রো বক্তব্য রা‌খেন, নর্থ-ওয়ের্স্টান বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান শাকিল আহমদ। অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি হি‌সেবে আ‌রো ছি‌লেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রভাষক কারিমুন নেছা। আরো ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি,খুলনা এর প্রভাষক নাজমুস সাকিব। ছিলেন আরো কাউখালি বয়েজ হাইস্কুল, পিরোজপুরের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম। আরো ছিলেন আইসিডি প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইছা-তরিক স্পেশাল ব্যাচের পরিচালক আনোয়ার বিন আমির। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছুদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা বলেন।

অনুষ্ঠা‌নে প্রান্তিক এলাকার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতা‌ধিক শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন।

এই বিভাগের আরও খবর

Back to top button