এম আবু হেনা সাগর ঈদগাঁওঃ
পাহাড়ি এলাকা ঈদগড়ে ব্লাড ডোনার্স ক্লাবের শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। জানা যায়,২১ অক্টোবর সকাল থেকে এএমবি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়। এসময় ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ (ভুট্টু) উপস্থিত ছিলেন। তিনি এমন কার্য ক্রমকে সাধুবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গিয়াস উদ্দিন (আহবায়ক),পরিদর্শক ছিলেন,সহকারী কৃষি কর্মকর্তা নুরুল আজিম,শিক্ষক রফিক হাইদার, এড.সাদ্দাম হোসাইনসহ অনেকে।
পরীক্ষায় রেজিষ্ট্রেশন করেন ৭৯০জন শিক্ষার্থী। উপস্থিত ছিলেন ৬৫৬ জন। ৩টি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক গ্রুপে অংশগ্রহণ করেন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি, ৮ম শ্রেণি খ গ্রুপ, ৯ম ও দশম শ্রেণি গ গ্রুপ। প্রতি গ্রুপ থেকে ৩ জন করে ৯জন ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি ২১ জন পাবে। এমনটি জানান আয়োজক কমিটি।
৩০জন শিক্ষার্থীকে ১ লক্ষ টাকার নগদ বৃত্তিসহ শিক্ষা সামগ্রী সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হবেও জানান। পরীক্ষায় অংশগ্রহণকারী সবারই জন্য পুরস্কার ব্যবস্থাও রয়েছে।পরীক্ষার হল পরিদর্শনে ঈদগড় উচ্চ বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধানদের সহযোগিতায়ও ছিল। এতে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরাও অংশ নেন।