দেশজুড়ে

বেনাপোল দিয়ে ভারত থেকে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি

আশরাফুল ইসলাম শার্শা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন আমদানি হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধায় স্যালাইনবাহী ট্রাকটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।

স্যালাইন আমদানি কারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানি ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। এর আগে গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছিল। প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমান বাড়তে পারে।

স্যালাইন আমদানি কারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মুল্যে মানুষ ক্রয় করতে পারবে।বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বন্দর থেকে দ্রুত ছাড় করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও খবর

Back to top button