অপরাধ

কক্সবাজার ঈদগাঁওতে দিনদুপুরে পল্লী চিকিৎসকের ব্যাগ ও মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে দিনদুপুরে এক পল্লী চিকিৎসকের হাত ব্যাগ,ব্যবহৃত মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বখাটেরা।

১৫ই সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁওর জাগিরপাড়া এলাকায় ভিলেজ ডক্টর ফোরাম সহ সভাপতি ও সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন রেহেনা নোমান কাজলের উপর এমনি ঘটনা ঘটে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্য মতে, ঐদিন বিকেলে কাজলের ভাই আবদুল্লাহ জাগিরপাড়া সড়ক হয়ে বাজারে যাওয়ার পথে বাইতুশ শরফ সংলগ্ন দোকান চত্ত্বর পাশে কটুক্তি আচরণ করে পেছন থেকে কজন যুবক ডাক দেন,তারা কেন খারাপ আচরণ করছেন জানতে চাইলে স্থানীয় কয়জন বখাটে যুবকরা তাকে মারধর করে। ঘটনাস্থল থেকেই তার উপর হামলার বিষয়ে বোন রেহেনা নোমান কাজলকে অবগত করলে তিনি মুহুর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই প্রতিবাদ করতে না করতেই পল্লী চিকিৎসকের মোবাইল ও হাত ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেই শান্ত হয়নি। গলাধাক্কা দিয়ে শারিরীক ভাবে লাঞ্ছিত করেন ঐ বখাটেরা।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অবগত করা হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন সুরাহা হয়নি।

তবে লাঞ্চিতের শিকার ঐক্য পরিবারের এডমিন রেহেনা নোমান কাজল বখাটে চক্রদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন বলেও জানান। সকলের সহযোগীতাও কামনা করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button