অপরাধ

পুলিশ সুপার রায়হান খাঁনের তত্বাবধানে ওসি আরিফের নেতৃত্বে চোরাই মালসহ আসামি গ্রেফতার

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া থানার অভিযানে লোহাগাড়া সদর ইউনিয়নের জোনাবীর পাড়া সাকিনস্থ কাজি পুকুর পাড় শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ১/তামজীদ(২৭)পিতা মোস্তাক আহমদ, মাতা সেতারা বেগম সাং-দরবেশহাট মাওলানা পাড়া ৭ নং ওয়ার্ড লোহাগাড়া ইউপি থানা লোহাগাড়া বেলা চট্টগ্রাম আসামিকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার জনাব রায়হান খাঁনের তত্ত্বাবধানে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে মামলার বাদী এস আই (নি:)শরিফুল ইসলাম পি পি এম বার সঙ্গীয় ফোর্স সহ চুরি করা অসাধু ভাবে সুরাই মাল গ্রহণ অভ্যাসগত ভাবে চোরাই মাল বেচাকেনা এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে প্রতীক মুছে ফেলার গোপন সংবাদের ভিত্তিতে৫/১০/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ১৭:৪৫ ঘটিকার সময় লোহাগাড়া থানা দিন লোহাগাড়া সদর ইউনিয়নের জোনাবী পাড়া সাকিনস্থ কাজির পুকুর পাড় শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়াকসপে অভিযান পরিচালনা করে তামজিদ হোসেন (২৭)পিতা মোস্থাক আহমদ মাতা সেতারা বেগম সাং দরবেশ হাট মাওলানা পাড়া৭নং ওয়ার্ড লোহাগাড়া ইউপি থানা লোহাগাড়া জেলা চট্টগ্রাম।পলাতক আসামি ২,নুরুল কবির (৪৫) পিতা আবদুল কাদের সাং রুপকনিয়া থানা সাতকানিয়া জেলা চট্টগ্রাম বর্তমান সাং আমিরাবাদ খুলু খলিফার বাড়ি থানা জেলা চট্টগ্রাম সহ অজ্ঞাতনামা ৭/৮জানের বিরুদ্ধে আজাহার দায়ের করিলে লোহাগাড়া থানার মামলা নং ৫ তারিখ ০৬/১০/২৪খ্রিষ্টাব্দ ধারা৩৭৯/৪১১/৪১৩/৪৮৯ পেনাল কোড রুজু করা হয় এস আই(নি:)মোহাম্মদ মাহাফুজুর রহমান মামলাটি তদন্ত করছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button