মোঃ রফিকুল ইসলামঃ
রাতের অন্ধকারে অন্যের পুকুর থেকে মাছ চুরি, লঞ্চঘাটে যাত্রীদের মালামাল চুরি, নিজ এলাকায় মেয়ের বয়সি মেয়েদেরকে উত্তক্ত করা, রাতের অন্ধকারে কৃষকের ফসল চুরি, খাস জমিতে বসবাস করা নিরীহ গরীব দুঃখী মানুষের জমি দখলসহ নানা অভিযোগ লম্পট শাজাহানের বিরুদ্ধে এলাকাবাসীর। নীলকমলের পর ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে লম্পট শাজাহানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। ২০২২ সালের ১৫ জুন বুধবার উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের মাঝের চর গ্রামের ৬নং ওয়ার্ডে গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে ওই দিনই দক্ষিণ আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। অভিযুক্ত শাজাহান উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন চর যমুনা গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত হানিফ বেপারীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামীর বাড়ি দুলারহাট থানার চর যমুনা গ্রামে। তার স্বামীর বাড়িতে থাকা অবস্থায় বিভিন্ন সময় শাহাজান মোবাইলে উত্ত্যক্ত করত এবং তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। ২০২২ সালের ১৫ জুন বুধবার গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসছে জানতে পেরে শাজাহান গৃহবধূর পিছু নিয়ে কৌশলে রাত ৯টার দিকে ঘরে প্রবেশ করে জোরপূর্বক যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় গৃবধূর বাবার বাড়ির লোকজন ঘরে ছিলেন না। পরে গৃহবধূর ডাকচিৎকারে গ্রামের লোকজন এসে শাজাহানকে আটক করে দক্ষিণ আইচা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে শাজাহানকে আটক করে থানায় নিয়ে যায়। দক্ষিণ আইচা থানার তৎকালীন ওসি শাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ১০ ধারায় মামলা দায়ের করে শাহজাহানকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে হাশেম চৌমহনীর মৃত আসাদ আলীর স্ত্রী সাহেরা বানু (৫০) জানান, রাতের অন্ধকারে অন্যের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে বিক্রি করে দেয় শাজাহান। এব্যাপারে ঘোষেরহাট লঞ্চঘাটের কুলি মৃত ধলু শেখের ছেলে ওমর ফারুক (৩৫) জানান, শাজাহান মাঝেমধ্যেই যাত্রী ও বাজারের ব্যবসায়ীদের মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে পশ্চিম চর যমুনা নিবাসী মরহুম নজির আহমদ বেপারীর ছেলে বেলায়েত হোসেন বেপারী (৬২) জানান, ৬ শতাংশ জমি দখলের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শাহজাহান দীর্ঘদিন যাবত। চরফ্যাশন উপজেলার নীলকমল, দুলারহাট থানা ও দক্ষিণ আইচা থানার বাসিন্দাদের একটাই দাবি লম্পট শাজাহানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।