দেশজুড়ে

রূপসায় অজ্ঞাত ব‍্যক্তি ট‍্রাকের ধাক্কায় আহত ব‍্যক্তিকে যদি কেউ চিনতে পারেন থানায় যোগাযোগ করুন

মোল্লা জাহাঙ্গীর আলম খুলনাঃ
শনিবার ২ সেপ্টেম্বর ২০২৩ এর সকাল ৮ টার সময় খুলনা জেলার রূপসা উপজেলার ফুলতলা মোড় নামক স্থানে এক অজ্ঞাত পথচারী ব‍্যক্তিকে ট‍্রাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়।

পরবর্তীতে মুকসুদ নামে এক ব‍্যক্তি তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ মো: শাহিন এ”ঘটনার খবর পেয়ে এস আই শফিকুল ইসলামকে স্বাস্থ‍্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শফিকুল ইসলাম তার পরিচয় পাওয়ার চেষ্টা করে। তবে জানা গেছে তার মস্তিষ্কে সমস‍্যা আছে,তাই তার কাছ থেকে কিছু জানা যায়নি।

আহত ব‍্যক্তিকে যদি কেউ চিনতে পারেন/ তাহলে
রূপসা থানায় যোগাযোগ করার আহবান করেছে থানার ওসি মোঃ শাহিন।

এই বিভাগের আরও খবর

Back to top button