দেশজুড়ে

নেত্রকোণায় জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিক ও পরিবারের সদস্য বৃন্দের উপর হামলা

নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ছোট নন্দুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিকসহ তার পরিবারের উপর হামলা করে একই গ্রামের আবুল কালামের ছেলে মোশারফ(২৫), মাসুদ রানা( ২২),আবুল কালাম(৫০),পিতা- মৃত মহব্বত আলী, তহুরা খাতুন (৪৮),স্বামী- আবুল কালাম,জুবায়ের আহমেদ(২০),পিতা-আবুল কালাম।
অভিযোগ সূত্রে ও ঘটনাস্হলে গিয়ে জানা যায়, গত ২৯ আগস্ট (মঙ্গলবার) আনুমানিক ১.৩০ মি: দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ছোট নন্দুরা গ্রামের সাংবাদিক শেখ আ: কাদির ও তার পরিবারের উপর হামলা চালায় মোশারফ গং। এতে করে সাংবাদিক শেখ আ: কাদির (৩৩),সহ তার পরিবারের সদস্যবৃন্দ আহত হন। সাংবাদিক শেখ আ: কাদিরের ভাবী নাসিমা আক্তার (৩৫), স্বামী – আ: রব,কে রামদা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। তিনি বর্তমানে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে (মহিলা ওয়ার্ড,পুরাতন বিল্ডিং) ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আহত হন,আ:রব(৩৮),পিতা: আ: গণি,জুলেখা খাতুন (৬৫),স্বামী : মৃত আ: গণি,হাবিবুর রহমান (৪০),পিতা – মৃত রহমত আলী,আবুল কাসেম(৫০),পিতা: মৃত আইদর আলী আহত হন।আহত সকলেই চিকিৎসাধীন।

উল্লেখ্য যে, দৈনিক বাংলার দর্পন পত্রিকার প্রতিনিধি শেখ আ: কাদিরের পরিবারের সাথে মোশারফ গংদের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝগড়া – কলহ চলছিল।২৯ আগস্ট (মঙ্গলবার) আনুমানিক ১.৩০ মি: সাংবাদিক শেখ আ: কাদিরের ভূমিতে ধান রোপনকালীন সময়ে মোশারফ বাঁধা প্রদান করেন এবং ঝগড়ার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে মোশারফ গং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভূমিতে অনধিকার প্রবেশ করে রোপিত ধান নষ্ট করে ও ধারালো রামদা দিয়ে সাংবাদিক কাদিরের ভাবী নাসিমা কে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন।এছাড়াও সাংবাদিক কাদির সহ পরিবারের অন্যান্য সদস্যদের লাঠি দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে আঘাত করে আহত করেন।

আহত সকলের ডাক চিৎকারে গ্রামের লোকজন এসে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।
উক্ত মারামারি ঘটনার বিষয়ে মোশারফ গংদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় ২৯ আগস্ট ( মঙ্গলবার) সাংবাদিক শেখ আ: কাদির বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুবিচার কামনা করছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button