রাজনীতি

ধামরাইয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার আমির মোঃ আঃ হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকা জেলা উত্তরের আমীর অধ্যক্ষ আফজাল হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই পৌরসভা শাখার ভারপ্রাপ্ত আমীর মোঃ শামসুল আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং আমাদের নেতাকর্মীদের শূন্য করতে চেয়েছিল। সেদিন ঢাকা পল্টন ট্রাজেডিসহ সারা দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মীর শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তাণ্ডব না চালাতে না পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আওয়ামী সরকার সবচেয়ে জামাত শিবিরের উপর জুলুম নির্যাতন করেছে। যার-ফলে আজ তারা দেশ ছাড়া হয়েছেন। তাই সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন, রাজনৈতিক সাধারণ সম্পাদক মাওলানা হাসান মাহবুব মাস্টার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধামরাই উপজেলা শাখার সভাপতি মো.নাজমুল হুদা, ধামরাই পৌরসভা শাখার সভাপতি মোঃ শাকিল আহমেদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button