নাসিমা আক্তার শেফা বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ ওয়ার্ডের আমিরাবাদ স্কুল রোড় তজু্ মুন্সী পাড়ার বাসিন্দা আব্দুল আউয়ালের প্রথম পুত্র মোঃ কছির উদ্দিন বাদী হয়ে আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামে ১৭-৮-২০২১ তারিখে একটা মামলা দায়ের করেন। যাহার নাম্বার ৯৬/২০২১-ধারা: ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫/২৯/৩৫ চট্টগ্রাম কোর্টে চলমান রয়েছে। কছির একজন সহজ সরল ও চাকরিজীবী হন। পরবর্তী মিজানের সাথে সম্পর্ক একপর্যায়ে ভালো হয়ে যায় কছিরের। পক্ষান্তরে মিজান একজন ইয়াবা ব্যবসায়ী খারাপ প্রকৃতির লোক হয়। মিজানকছিরের পূর্ব পরিচিত ও সম্পর্কিত ব্যক্তি ছিল বিদায়। সেই সুবাদে মিজান কছিরকে মাদকদ্রব্য তথা ইয়াবা বহন করার জন্য কু-প্রস্তাবদে বিগত ২২-৭-২০২৪ তারিখে কছির তাহাতে অপারগতা প্রকাশ করে মিজানকে মাদক ব্যবসা না করার জন্য সতর্ক করিলে। মিজানের সাথে কছিরের বেশ কয়েকবার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। মূলত কছির মাদক ব্যবসায় বাঁধা ও তাহার মাদক ব্যবসার তথ্য প্রশাসনের নিকট ফাঁস করে দেবেন মর্মে জানালে। মিজান কছিরকে মারবার জন্য তাহার সাঙ্গোপাঙ্গ ২ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি নিয়ে চট্টগ্রাম কোতোয়ালি মোড়ে ৩- ৮-২০২৪ ইং তারিখে কছিরকে আটক করে অনেক মারধর করে।এ বিষয়ে মিজানের মোড় ফোনে একাধিকবার কল দিলে ফোন বন্ধ পাওয়ায় ।বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এই বিষয়ে মামলা বা কোন অভিযোগ করিলে কছিরের বাড়িঘর জ্বালিয়ে দেবে মর্মে হুমকি প্রদান করে বিদায় এখনো কোন মামলা বা অভিযোগ করা হয় নাই।
তবে ন্যায় বিচারের আশাবাদী কছির।