কুমিল্লা

অন্যের জায়গা মাছের প্রজেক্ট তৈরি করে দখল

বিস্তারিত ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন আদ্রা উত্তর উত্তর ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড এর মেরকট গ্রামের বাসিন্দা সেকান্তর মিয়া প্রকাশ সেকান্তর পিতা মোঃ মৃতু সিরাজ মিয়া এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ওনার এলাকায় গ্রামের বাড়িতে মরহুম আজিজুল্লাহ তিন কন্যার সম্পত্তি সেকান্তর জোর করে দখল করে রাখে দীর্ঘদিন যাবত দখল করে আছে আজিজুল্লাহ তিন কন্যা ১ শাহানা বেগম ২ খাদিজা আক্তার ৩ কুলসুম আক্তার এই তিন জন কে ২০১১ সালে আজিজুল্লাহ সম্পত্তি হস্তান্তর করে দিয়েছিলো কিন্তু ২০১২ সালে তিন মেয়ে মিলে মেয়েদের হাসবেন্ড এবং মেরকটের সাবেক (১) মেম্বর আবুল বাতেন (২) সৈয়দ আহমদ (৩) বাবুল সহ মেরকট গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে জায়গায় গুলো সনাক্ত করা হয় কাগজপত্র দেখে সনাক্ত করে সিমানা নির্ধারণ করে পিলার দেওয়া হয় কিছুদিন পর সেকান্তর এবং তার ভাইয়েরা মিলে পিলার গুলি তুলে ফেলে দেয় ওই জায়গায় গুলো সমতল জায়গায় খনন করে তারা বর্তমানে মাছের প্রজেক্ট তৈরি করে বর্তমানে এসব মেয়েরা নিরুপায় জায়গায় গুলো চাওয়ার জন্য যদি মেয়ারা সিকান্তরের কাছে যাইয়ে বলে তখন সেকান্তর বলে কিসের জায়গায় তোদের এখানে কোন জায়গায় নাই জায়গার পরিমাণ ৫৪ শতাংশ তার মধ্যে খারিজ খতিয়ন করা হয় ৪৪ শতাংশ এই বিশয় নিয়ে শাহানা বেগম কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার বাবা ২০১১ সালে দলিলপত্র করে জায়গায় গুলো আমি সহ আমারা তিন বোন কে বুঝিয়ে দেন আমরা অভাবের কারণে চট্টগ্রাম চলে যাই সে সুযোগে সেকান্তর এবং তার ভাইয়েরা মিলে জায়গাগুলি তাদের দখলে নিয়ে নেয় সাথে আছে আমার সত ভাই আমিনুল হক সে আবার না কি শুনেছি জাল দলিল সৃষ্টি করে সম্পত্তি দখলে নেয়র জন্য পায়তারা করেছে আবার আমাদের নামের জায়গায় উপর ঘর নির্মাণ করেছে আমিনুল হক এমন অবস্থায় আমরা এখন নিরুপা হয়ে সংকৃষ্ট থানা এরিয়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জায়গাগুলো যেন আমরা সঠিকভাবে বুঝেপাই তার ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এই বিভাগের আরও খবর

Back to top button