শফিক শাহিন বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় ঘুর্নিঝর রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা ও শুকনা খাবার বিতরণ করেন বরিশাল ২ উজিুরপুর-বানারীপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন।৩১ মে শুক্রবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা পরিষদের হল রুমে ইউএনও ডাক্তার অন্তরা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন এমপি রাশেদ খান মেনন।
বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র সুভাষ চন্দ্র শীল,উপজেলা ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আনোয়ার মৃধা,
সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিক মাস্টার, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,প্যানেল মেয়র অধ্যাপক ইমাম হোসেন,এমপির এপিএস মোঃ রনি খান সহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথি রাশেদ খান মেনন বলেন
ঘুর্নিঝর রেমালে বানারীপাড়া উপজলায় ব্যাপক খয়ক্ষতির সব খোজ খবর নেয়া হয়েছে,মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ বঙ্গ পরিদর্শন করেছেন, তিনি দক্ষিণ বঙ্গের খয়ক্ষতির বিষয়ে অবগত রয়েছে তিনি এ অঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ দিয়ে আপনাদের পাশে দাড়াবে। তিনি আরো বলেন ব্যক্তিগত তহবিল থেকেও যতটা পারেন পাশে থাকবেন।