গাইবান্ধা

গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটায় জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে গড়ে ওঠা এমএসএন ইটভাটা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রবিবার বিকেলে উপজেলা তালুককানুপুর ইউনিয়ের দামোরপুর গ্রামে গোবিন্দগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আব্দুল্যা বিন শফিক এই আদালত পরিচালনা জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে তালুককানু ইউনিয়নের দামোদর পুরে জেলা প্রশাসকের নির্দেশণা ছাড়াই মৃত মফিজ উদ্দীনের পুত্র মোফাজ্জল হোসেন এমএসএন নামে ইট ভাটা গড়ে তুলে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছিল। গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গোবিন্দগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আব্দুল্যা বিন শফিক বলেন জেলা প্রশাসকের নিদের্শে এই উপজেলায় সকল অবৈধ ইটভাটা বন্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button