গাইবান্ধা

পলাশবাড়ীতে পিকআপ ভ্যানে ৩১ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হইতে একটি পিকআপ ভ্যান জব্দসহ ৩১ কেজি শুকনা গাঁজা ও ১। মোঃ শফিকুল ইসলাম ২। মোঃ হৃদয় ৩। মোঃ সুমন হোসেন নামের ৩ জন মাদক কারবারীকে গ্ৰেফতার করছে র‍‍্যাব-১৩সিপিসি-৩ গাইবান্ধা।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে র‍‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী ১। মোঃ শফিকুল ইসলাম (৫৩) খুলনার দৌলতপুর উপজেলার ফুলবাড়ি গেট, গ্রামের ধলু মিয়ার ছেলে ২। ড্রাইভার মোঃ হৃদয় (২৫), খুলনা সোনাডাঙ্গা উপজেলার গোল্লামারি গ্রামের সিরাজের ছেলে। ৩।মোঃ সুমন হোসেন (২৯), ইউনুস হোসেনের ছেলে খুলনার দৌলতপুর উপজেলা মহেশ্বর পাশা গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর টু বগুড়া মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার ব্রাক মোড় বাঁশকাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৩১কেজি শুকনা গাঁজা ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। একই সঙ্গে ওই তিন মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button