মোঃ মিঠু মিয়া গাইবান্ধ জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি,সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীবৃন্দের সাথে সম্মানিত প্রধান অতিথি মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশেদা সুলতানা মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজী নাহিদ রসুল, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। পরবর্তীতে, রংপুর ও গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও প্রিজাইডিং অফিসারগণের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন মাননীয় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এবং সভাপতিত্ব করেন মান্যবর বিভাগীয় কমিশনার, রংপুর মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক রংপুর; অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন-২(৬১ বিজিবি); অতিরিক্ত পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ; জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা; জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রংপুর; পুলিশ সুপার, গাইবান্ধা; পুলিশ সুপার, রংপুর; আনসার ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর; রিটার্নিং অফিসারবৃন্দ; জেলা নির্বাচন কর্মকর্তা গাইবান্ধা; জেলা নির্বাচন কর্মকর্তা, রংপুর; সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ; প্রিজাইডিং অফিসারবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ। এসময় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।