মোঃ আশরাফুল হুসাইন নিজস্ব প্রতিবেদনঃ
জাতীয় সাংবাদিক ক্লাব ৯৫৯৩৯/১১
সাতক্ষীরা জেলা ডিসি স্যারের সহযোগিতায় ও মহান উদ্যোগে তেলিখালী কমিউনিটি ক্লিনিক এর বাউন্ডারির কাজ শুরু করা হয়েছে উক্ত কাজে আরো সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার সাহেব ইউনো সাহেব ও ১১ নম্বর রতনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন এবং তেলি খালি কমিউনিটি ক্লিনিক এর উপরমহলের কর্মকর্তারা এবং কমিউনিটি ক্লিনিক এর সার্বিক কাজের সহযোগিতা করেন ডাক্তার সুদীপ্ত কুমার ঘোষ এবং এলাকার অনেক গণ্যমান্য লোকেরা তাদের সার্ভিস সহযোগিতায় তেলি খালি কমিউনিটি ক্লিনিক এর বাউন্ডারী কাজের উদ্বোধন করা হয়েছে উক্ত উদ্বোধনী ও সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন সিরাজুল ইসলাম ডাক্তার সুদীপ্ত কুমার ঘোষ হাজী আব্দুল হক সফিকুল ইসলাম গাইন আব্দুল্লাহ গাজী সহ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ এশার আলী এদের সার্বিক সহযোগিতায় তেলি খালি কমিউনিটি ক্লিনিক দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এখানে বিশেষ করে মাজেত মাস্টারের বাড়ি হতে কমিউনিটি ক্লিনিকের ব্রিজ মোর পর্যন্ত এই রাস্তাটা খুব দ্রুত দরকার যাতে এলাকার গরিব দুঃখী মানুষ সুষ্ঠুভাবে সেবা নিতে পারে এখানে ডাক্তার সুদীপ্ত কুমার ঘোষ ও যায়দা খাতুন এর অপরিসীম চেষ্টায় কয়েকটা ডেলিভারি করানো হয়েছে রাস্তা খারাপ হওয়ায়
সেবা নিতে মানুষের ভীষণ কষ্ট সাধন করতে হচ্ছে যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজটি তাদের নিজে দায়িত্বে শুরু করার আহ্বান জানাচ্ছি &এবং তেলি খালি কমিউনিটি ক্লিনিক এর কাজ করার জন্য আরো বেশ কিছু টাকা দরকার উপর মহলের কর্মকর্তারা সহৃদয়বান হয়ে উক্ত ক্লিনিকের কাজের দিকে বিশেষভাবে খেয়াল করবেন ডিসিসার ইউএনও স্যার এবং ইঞ্জিনিয়ার সাহেবকে আরো কিছু বাজেট দিয়ে তেলি খালি কমিউনিটি ক্লিনিক এর কাজটা সম্পন্ন করার জন্য এলাকার মানুষের কঠোর দাবি জানাচ্ছে যেন তারা এই কমিউনিটি ক্লিনিক এর রাস্তা ঝুঁকিপূর্ণ থেকে ভালোভাবে সংস্কার করে সুষ্ঠুভাবে এলাকার মানুষ সেবা নিতে পারে যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শুরু করা হোক এবং কমিউনিটি ক্লিনিকে আরো কিছু বাজেট দেন যাতে কমিউনিটি ক্লিনিকের বাউন্ডারির কাজটা শেষ করতে পারে এটা কমিউনিটি ক্লিনিকের গণমানুষের দাবি