কক্সবাজার

ইসরাইলী গণহত্যা বন্ধের প্রতিবাদে ঈদগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

এম আবু হেনা সাগর ঈদগাঁওঃ
সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসলমান দের উপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত নৃশংস গণহত্যা বন্ধের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজ পরবর্তী
বৃহত্তর ঈদগাঁও উলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি ঈদগাঁও স্টেশন হয়ে বাজারস্থ শাপলা চত্বর পয়েন্ট এসেই প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জহিরুল ইসলাম সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আমিনুর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,মাওলানা কবির আহমদ,হাফেজ কামাল আহমদ, হাফেজ মুবিনুল হক জমিরী, ডা: মো: ইউসুফ আলী,মাওলানা এনামুল হক ইসলামা বাদী,হাফেজ রমজান আলী,ইমাম জাফর আলম,নাজিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান,হাফেজ এরশাদুল হক,সাইফুল ইসলাম ও মারুফুল ইসলাম।
বিক্ষোভ প্রতিবাদ সভায় বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তারা বলেন,ইসরাইল বর্বরোচিত ভাবে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠাসহ মানবাধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান। বিশ্ব মুসলিমকে এক হওয়া এবং ইসরাইলী পণ্য বয়কট করার প্রতিও আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button