নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদী থেকে বালি উত্তোলন ও সিআইপি বেরিবাদের রাস্তা সুরঙ্গ করে নেওয়ায় পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার দুপুর হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লামচরী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন হাইমচর উপজেলা কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ফয়সালা এবং এ সময় হাইমচর থানা পুলিশ সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন খাল, বিল ও নদী থেকে ড্রেজারে পাইপ দিয়ে সিআইপি বেরিবাদের রাস্তা সুরঙ্গ করে বালু উত্তোলন করে আসছিলো রহমান হাওলাদার ও ড্রেজার মালিকগন।
এতে করে এলাকার সরকারি,বেসরকারি,কৃষি জমি,বসত বাড়ি হুমকির মুখে পড়েছে।এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং ড্রেজার বিনষ্ট করা হয়।
সিআইপি বেরিবাদের রাস্তা সুরঙ্গ করার দায় ডেজারের মালিক আঃ রহমান হাওলাদারকে ১৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
হাইমচর উপজেলা(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ফয়সালা বলেন,সিআইপি বেরিবাদের রাস্তা সুরঙ্গ করে পাইপ দিয়ে বালু উত্তর এর বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করায় কাটাখালী ও ডেলের বাজারের সুশীল সমাজের ব্যক্তিবর্গ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান(হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই খোয়াইহলা চৌধুরী ও উপজেলা(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুলহ আল ফয়াসাল কে)
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন,আঃ রহমান হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সহচর হওয়ায় পুরো হাইমচরে তাহাদের ব্যবসা রমরমা।
হাইমচর উপজেলায় বাংলাদেশ সরকারের কোটি টাকা ব্যয়ের মাধ্যমে বেড়িবাঁধ,
উন্নতমানের রাস্তা নির্মাণ হয়েছে।সেই সকল উন্নয়নের ক্ষতিসাধন করতে হাইমচর উপজেলার একাধিক ড্রেজার ও বালু ব্যবসায়ীদের দখলে রয়েছে।কিছুদিন পূর্বে বাংলা বাজারে এই বালুর পাইপ বসানো কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়।
উক্ত বিষয়ে হাইমচর উপজেলা প্রশাসনের প্রখর দৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য নদী শ্রীকস্ত হাইচর বাসির আকুল আবেদন।