বিশেষ প্রতিনিধিঃ
পাকিস্তান, শ্রীলঙ্কা সফর শেষে ৭, ৮ ও ৯ আগস্ট এই তিনদিনের জন্য বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ ট্রফিকে সাধারণত দেশের দর্শনীয় একটি স্থানে নিয়ে যাওয়া হয় ফটোসেশনের জন্য। গত বছরের ২৫ জুন উদ্বোধিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। তাই ট্রফি নিয়ে সেখানে ফটোসেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
তবে পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনের জন্যই। সাধারণ মানুষের দেখার জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিং মলে। এখন পর্যন্ত যা আলোচনা, তাতে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হতে পারে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এ ছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।