বাগমারা প্রতিনিধিঃ
দেশব্যাপি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩। এরই অংশ হিসেবে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জেলার পর্যায়ের খেলা। সোমবার সকাল ১০ টায় জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ গ্রহণ করে বাগমারা উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পবা উপজেলার বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় পবা উপজেলার বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগমারা উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
জেলা পর্যায়ে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান করেছিলেন। ওই দিন উপজেলার নরদাশ সরকার প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলবেন বিভাগীয় পর্যায়ে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান করা হয়। জেলা পর্যায়ের খেলায় সর্বোচ্চ পাঁচটি গোল করে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় মেহেদী হাসান বাপ্পি।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর এডিসি শিক্ষা জয়া মারিয়া পেরেরা, ডিপিইও সাইদুল ইসলাম, এডিপিইও গোফরান হালিম, বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বোয়ালিয়া উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, বাগমারার মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জুবায়ের মোঃ কিবরিয়া প্রমুখ।