স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে যৌথ অভিযানে জব্দ ১১৮টি চায়না দোয়াইর চাই আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (১ আগষ্ট) অভিযানের হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ।
তিনি বলেন, হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় চায়না দোয়াইর চাঁই উদ্ধার অভিযানে মৎস্য দপ্তর, হাইমচর, কোস্টগার্ড, নৌপুলিশসহ যৌথ অভিযানে মেঘনা নদীর চরভৈরবী এলাকায় এবং আমতলী ব্রীজ সংলগ্ন খালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১৮ টি চায়না দোয়াইর চাঁই জব্দ করা হয়।
জব্দকৃত চায়না দোয়াইর চাঁই উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট চাই থোয়াইহলা চৌধুরী এর অনুমতিক্রমে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সম্মিলিত অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ, কোস্টগার্ড হাইমচর আউটপোস্টের কন্টিজেন্ট অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদসহ নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।