বগুড়া

বগুড়ার ধুনটে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ।

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালো বাংলাদেশ আদিবাসী ফোরাম। শনিবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার কুটিবাড়ী কালি মন্দিরে উপজেলা আদিবাসীর সভাপতি সুশীল রায় বাগদি ও সাধারণ সম্পাদক দিনু রায় বাগদি ৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক পরিতোষ বাগদি, সদস্য স্বপন বাগদি, দিলিপ বাগদি, হৃদয় বাগদি, সম্রাট বাগদি প্রমুখ। ধুনট উপজেলা আদিবাসীর সভাপতি সুশীল রায় বাগদি বলেন, এই শীতে সমাজের অনেক মানুষ খুবই কষ্টে আছেন। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। বাংলাদেশ আদিবাসী ফোরাম আপনাদের পাশে আছে থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button