মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গত ৫ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঢাকার ডাক, দৈনিক ভোরের সময়, দৈনিক আলোকিত সকালসহ আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইনে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে যে, গাইবান্ধায় ২০২০ সালের দলিলে ব্যবহার ২০২৪ সালের স্ট্যাম্প, মিলছে না জাবেদা। প্রকৃত কথা হচ্ছে বন্দী আমিনুল ইসলাম চান্দু/চাঁন মিয়া, পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মৃত আমেনা বেগম, সাং-রঘনাগপুর, বল্লমঝাড়, থানা ও জেলা-গাইবান্ধা। গ্রাম্য আদালতে একটি মামলা দায়ের সময় নিজ নামীয় দলিল নং-৯৪৫১, রেজিস্ট্রিকৃত তারিখ: ৩০/১২/২০২০ইং বালাম নং-৮৩/এ, পৃষ্ঠা নং-১১৪-১২২ (এনি ডেস্ক নং-A-U, পৃষ্ঠা নং- ১২৪. বালাম সম্পূর্ন মূল দলিল ও তার একটি ছায়াকপি আমার নিকট হস্তান্তর করেন। ২৫ টাকার স্ট্যাম্প নং-(১) ট-৬৭৬৯২৪৯, (২) ট-৬৭৬৯২৫০, (৩) ঠ-১৮২২৩৪৭, (৪) ১-১৮২২৩৪৮, (৫) ড-৪২৮৬৪৮৭, (৬) ৪-৪৮৬৪৮৬, ১০ টাকার স্ট্যাম্প নং- (৭) ৪-৩৮৪৬৯৮৪, (৮) ৬-৩৬৪৬৯৮৩, (১) ৪-৩৮৪৬৯৮২, (১০) ৫-৩৮৪৬৯৮১. (১১) ৪-৩৮৪৬৯৮০, ১০০ টাকার স্ট্যাম্প নং- (১২) কখ- ৫৪৩৮৪৭৪, (১৩) কড- ৫৬৩১৯৯৬ মোট ১৩টি স্ট্যাম্প বিশিষ্ট্য দলিল এবং আমি তাহা গ্রহন করে মূল দলিল এর সাথে বহু মিল থাকায় ছায়া কপিটি গ্রহন করি ও মূল দলিল টি বাদীকে হস্তান্তর করি। এমতাবস্থায় বিবাদী একরামুল হক মামলার জবাব দেয়ার জন্য আমার নিকট হইতে ৯৪৫১ নং দলিলটির ছায়াকপি থেকে হায়াকপি চায় এবং আমি তাকে সরণ মনে ছায়া কপিটি প্রদান করি ছায়াকপি করে নেয়ার জন্য, যাহর দলিল নম্বর, তারিখ, দাতা-গ্রহীতা, জমির পরিমান, তফসিল, ভলিউম হুবহু মিল থাকায় ছায়াকপিটিতে সত্যায়িত সিল ও স্বাক্ষর প্রদান করি। বিবাদী সত্যায়িত করে নিয়ে বিজ্ঞ আদালতে বাদীর নামে মামলা দায়ের করলে বাদী (আমিনুল ইসলাম) মামলার জাবেদা নকল সংগহের পর জানতে পারি যে ছায়াকপিটির স্ট্যাম্প নম্বর এডিটিং কয়ে ২০২৩ ও ২০২৪ ইং মালের স্ট্যাম্প নম্বর বসানো হইয়াছে। পরিবর্তন কৃত স্ট্যাম্প নম্বর সমূহঃ ২৫ টাকার স্ট্যাম্প নং-(১) ন-৫৫৮১৭২১, (২) ন-৫৫৮৩৭২২, (৩) ন-৫৫৮৩৭২৩, (৪) ন-৫৫৮৩৭২৪, (৫) ন-৫৫৮৩৭৩৭, (৬) ন-৫৫৮৩৭৩৮, ১০ টাকার স্ট্যাম্প নং- (৭) ৮-৫২৪৬৩৪০, (৮) ৮-৫২৪৬৩৪১, (৯) ড-৭(৬৩৩২০, (১০) ড-৭৫৬৩৩২২, (১১) ড-৭৫৬৩ ৩২৩, ১০০ টাকার স্ট্যাম্প নং- (১২) ঘব- ১৯৮৩২১০, (১৩) খব-৯৯৮৩২১১, মোট ১৩টি স্ট্যাম্প। এমতবস্থায় বিষয় টি মহামান্য বিজ্ঞ আদালত মূল দলিল দেখিয়া সুবিবেচন। পূর্বক সিদ্ধান্ত গ্রহনের বনীত অনুরোধ করছি এবং এ সংক্রান্ত বিষয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।