মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ প্রশিক্ষণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাহিদ রসুল, জেলা প্রশাসক
ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,এসময় তিনি হজযাত্রীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও করণীয় সম্পর্কে অবহিত করেন৷ উক্ত প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহী অফিসার, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে, তিনি সুন্দরগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য সম্পর্কিত
অবহিতকরণ কোর্সে (১ম পর্যায়) উপস্থিত হয়ে স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন৷ উক্ত প্রশিক্ষণে উপপরিচালক (উপসচিব), গাইবান্ধা, উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।