শাহরিয়ার কবির পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছার আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পৌর সদরের শিববাটীস্থ কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রোগ্রাম ডাইরেক্টর সাংবাদিক আমিরুল ইসলাম কাগজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক অতিথি ছিলেন সাংবাদিক, অধ্যাপক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশীদ আলম, সাংবাদিক আমিরুল ইসলামের সহধর্মিণী জ্যোৎস্না আক্তার, কলেজের সভাপতি আব্দুল করিম। প্রভাষক আবু রাসেল কাগজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রফিক লিটন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সবুজ, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, প্রভাষক আবু সাঈদ ও শিক্ষক হাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই কবি আব্দুল হাই শিকদার কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন।