পটুয়াখালী

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন পবিপ্রবি শিক্ষকরা

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
দেশ চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে অসহায় বানভাসিদের সাহায্যার্থে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষকরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় পবিপ্রবি শিক্ষক সমিতির সদস্যরা এই সিদ্ধান্ত নেন।সভার শুরুতে বন্যার্তদের দুর্যোগ লাগবে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে বন্যার্তদের সহায়তায় পবিপ্রবি শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া সিদ্ধান্ত হয়।
তবে ওই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষকের দ্বিমত থাকলে আগামীকাল রোববার সকাল ১০টার মধ্যে সমিতিকে জানানোর অনুরোধ করা হয়।আগ্রহী শিক্ষকদের দেওয়া অর্থ আগামীকাল রোববার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

Back to top button